মেজর(অব.) মোহাম্মদ আলী’র স্ট্যাটাসের পর রাজাকারের নামে রাস্তার নামকরণ বাতিল
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা শনিবার ১২:৪১, ১৩ মার্চ, ২০২১
গেলো তিন দিন (মঙ্গলবার) আগে দাউদকান্দি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী তার ব্যবহৃত ফেসবুক ওয়ালে” দাউদকান্দিতে রাজাকারের নামে রাস্তার নামকরণ ” শিরোনামে একটি স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসটি দেয়ার পরপরই স্থানীয় সর্বস্তরের জনগণ ও মুক্তিযোদ্ধাদের মধ্য ক্ষোভের সৃষ্টি হয়।অনেকেই ক্ষোভের বহি:প্রকাশ ঘটান স্ট্যাটাসটিতে নেতিবাচক মন্তব্য করে।এতে ঐ স্পর্শকাতর স্ট্যাটাসটি নজরে নেন স্থানীয় উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল ইসলাম খান বলেন,” আমি এ বিষয়টি জানার পরই অতিব জরুরী ভিত্তিতে বিষয়টি আমলে নেই। অত:পর জানতে পারি জনৈক ব্যক্তি মানবতা বিরোধী অপরাধ এর কারণে একজন তালিকা ভুক্ত রাজাকার। তাই আমি রাজাকারের নামে রাস্তার নামকরণের ফলকটি উচ্ছেদ করি। ঐ রাস্তাটি এখন আর তালিকাভুক্ত রাজাকারের নামে নামকরণ হচ্ছে না। রাস্তাটি এখন হয়তো স্থানীয় কোনো বীর মু্ক্তিযোদ্ধার নামে নামকরণ হওয়ার সম্ভাবনা রয়েছে”।
এমন সঠিক সিদ্ধান্তের পর দাউদকান্দি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল ইসলাম খান-কে দাউদকান্দি উপজেলাবাসি ও বীর মুক্তিযোদ্ধারা সাধুবাদ জানিয়েছেন।