ঢাকা (রাত ১:০৯) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মেঘনার কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে নিহত ৩;নিখোঁজ ১

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা  এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা  Clock সোমবার বিকেল ০৫:৪২, ৩ জানুয়ারী, ২০২২

সোমবার দুপুর আনুমানিক পৌনে ২ টায় ট্রলার ডুবিতে ২ শিশু ও একজন মহিলা নিহতের খবর পাওয়া গেছে।

জানা যায়, দাউদকান্দি সীমানা এলাকার মেঘনা উপজেলার চরকাঁঠালিয়া নদীতে আশিক সফিউল্লার বাড়ি পূর্ব পাশে ট্রলার ডুবে এ হতাহতের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী আক্তার হোসেন জানান, যাত্রীবাহী একটি ট্রলার দাউদকান্দি উপজেলার হাসনাবাদ থেকে তিতাস উপজেলার দড়িগাও গ্রামের উদ্দেশ্যে দুপুর সাড়ে ১২ টায় মেঘনা উপজেলার পুরান বাটেরা সংলগ্ন কাঁঠালিয়া নদীতে পৌঁছানোর পর আকস্মিক ট্রলারটি ডুবে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

এতে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন আরও কয়েকজন নারী-পুরুষ।

আক্তার হোসেন আরও জানান,নদীতে অবস্থাপনায় গড়ে ওঠেছে মাছ ধরার ঘের,এই ঘেরে ট্রলার আটকে যায়।এতে ইঞ্জিন বিকল হয়ে যায় প্রায়ই। এই ট্রলারটিও বিকল হয়ে যায়,এতে এই দুর্ঘটনা ঘটে হতাহতের ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মতিন এর স্ত্রী জুলেখা বেগম(৫৫) এবং একই পরিবারের ঢাকা জেলার ডেমরা থানার সুকরশি এলাকার শেখ ফরিদ এর মেয়ে আয়েশা(১১) ও মরিয়ম(৬)।

তামান্না (৮) নামের একটি কন্যা শিশু এখনো নিখোঁজ রয়েছে।

নিহতরা সবাই একই পরিবারের বলে জানা গেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT