মুভমেন্ট পাস থাকছে না এবারের লকডাউনে
ডেক্স রিপোর্ট মঙ্গলবার রাত ০১:৫১, ২৯ জুন, ২০২১
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে আগামী ১ জুলাই থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে। এবারে লকডাউন চলাকালে কোনও মুভমেন্ট পাস থাকবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
গত ঈদুল ফিতরের আগে শুরু হওয়া লকডাউনে পুলিশের পক্ষ থেকে ‘মুভমেন্ট পাস’ চালু করা হয়েছিল। তবে এবার এই পাশ থাকছে না জানিয়ে মন্ত্রী পরিষদ সচিব বলেন,“দাফন কিংবা হাসপাতালে যাওয়ার মত জরুরি প্রয়োজন ছাড়া এবারের লকডাউনে কেউ ঘর থেকে বের হতে পারেবেন না।”
সোমবার (২৮ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। এবারের লকডাউনে বিধিনিষেধ প্রতিপালনে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনা টহল থাকবে বলেও এসময়ে জানান সচিব।
মানুষ যাতে কোনোভাবেই বের হতে না পারে সেটা পুলিশ বিজিবি ও সেনাবাহিনী মনিটর করবে। কেউ কথা না শুনলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
সচিব বলেন,“করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন দেওয়া হবে।মঙ্গলবার (২৯ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।”
সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সরকারি, বেসরকারি অফিস, শপিংমল দোকান পাট, মার্কেট বন্ধ থাকবে। শিল্প কারখানা ও গার্মেন্টস খোলা রাখার বিষয়ে কাল সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।