মুজিববর্ষ উপলক্ষ্যে উলিপুরে স্বাধীনতা সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার রাত ১০:৩৪, ১৭ মার্চ, ২০২০
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে মহারাণী স্বর্ণময়ী সরোবর (কাচারী পুকুর)’র উপর মঙ্গলবার(১৭ মার্চ ) বিকেলে ২৭ কুড়িগ্রাম- ৩ জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এমপি ঝুলন্ত সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকান নাইন কবির, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, বনিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, বণিক সমিতির সাধারন সম্পাদক মঈনুল হোসেন মন্ডল দুলু প্রমুখ।
উল্লেখ্য, সেতুটির দৈর্ঘ ৩০০ ফুট, প্রস্থ ৬ ফুট। নির্মান ব্যয় আনুমানিক ৮৫- ৯০ লাখ টাকা। নির্মান প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে প্রায় ২ মাস।