ঢাকা (সন্ধ্যা ৭:১৬) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মুক্তাগাছা উপজেলায় যুব ফোরাম গঠন

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বুধবার সকাল ০৮:১৪, ৬ ডিসেম্বর, ২০২৩

ময়মনসিংহের মুক্তাগাছায় আস্থা প্রকল্পের অধীনে যুব ফোরাম গঠিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার দি মল্লিকা ক্যাডেট একাডেমী প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে যুব ফোরাম গঠন করা হয়েছে।

হাফিজুর রহমান পলাশকে আহ্বায়ক ও শাম্মী ইয়াসমিন মীনাকে যুগ্ম আহবায়ক করে উপজেলা যুব ফোরামের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- ইয়াসমিন, লাবনী, পাপ্পি, রেহেনা, সালমা, খাদিজা প্রমুখ।

মুক্তাগাছা উপজেলায় যুব ফোরাম গঠন

পরে যুব ফোরামের আহবায়ক হাফিজুর রহমান পলাশের সভাপতিত্বে ও আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার আফরোজা আক্তার কনার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলার সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবদের কল্যাণে নিয়মিতভাবে কাজ করলে তা রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে। যুব ফোরাম এই কাজটি করে যাবেন বলে তিনি প্রত্যাশা রাখেন।

যুব ফোরামের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইমন সরকার।

সভাপতির বক্তব্যে হাফিজুর রহমান পলাশ মানবতার কল্যাণ ও সমাজ উন্নয়নের কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT