মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে তিন বছর পর
ডেক্স রিপোর্ট শনিবার রাত ০২:১৬, ১১ ডিসেম্বর, ২০২১
দীর্ঘ তিন বছর পর বাংলাদেশিদের জন্য আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। শিগগিরই এজন্য বাংলাদেশ সরকারের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ।
দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক এম সারাভানান জানিয়েছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তির পরপরই বাংলাদেশি শ্রমিক নিয়োগ শুরু হবে। মালয়েশিয়ার কৃষি, উৎপাদন, সেবাসহ বেশ কয়েকটি খাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ করা হবে।
এর আগে কেবল বৃক্ষরোপণ খাতে বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়ার কথা বলেছিল দেশটির মন্ত্রিসভা।
তবে কত সংখ্যক বাংলাদেশি মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
২০১৮ সাল থেকে দেশটিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে।
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পাম তেল উৎপাদনকারী দেশ মালয়েশিয়া। দেশটিতে প্রায় ২০ লাখ বিদেশি শ্রমিক কাজ করেন। এর মধ্যে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিকও রয়েছেন। করোনার কারণে শ্রমিকরা নিজ নিজ দেশে ফিরে গেলে শ্রমিকসংকটে পড়ে মালয়েশিয়া।