ঢাকা (দুপুর ২:২১) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মাধবকুণ্ড পর্যটক হয়রানি প্রতিরোধ সহাযোগী কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার সকাল ১১:৫২, ১ ডিসেম্বর, ২০১৯

মোঃ ইবাদুর রহমান জাকির, বড়লেখা প্রতিনিধি: মৌলভী বাজার জেলার বড়লেখা উপজেলার দেশের সর্ববৃহৎ মাধবকুণ্ড পর্যটক সহাযোগী কমিটি গঠন’ আসন্ন পর্যটন মৌসুমে পিকনিক স্পট মাধবকুণ্ড জলপ্রপাতে আগত দেশি-বিদেশী পর্যটকদের নিরাপত্তাসহ ভিন্ন সুযোগ সুবিধা প্রদানের লক্ষে গতকাল এক পরামর্শ সভা আয়োজন করেছে।উপজেলার স্থানীয় বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রুমে অনুষ্ঠিত আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবি এ সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি হালিম আহমদ।

সংগঠনের প্রবাসী সদস্য অলিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হামিদুর রহমান জুমান, সাংগঠনিক সম্পাদক রুমান আহমদ, প্রচার সম্পাদক মিছবা আহমদ চৌধুরী, কামরুল ইসলাম, কাদির আহমদ, হায়দর হোসেন মুন্না প্রমুখ।

মাধবকুণ্ড পর্যটক পুলিশ ও বন বিভাগের সাথে ‘মাধবকুণ্ড পর্যটক সহায়ক কমিটি’ মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে আগত পর্যটকদের সচেতনতা বৃদ্ধি, স্থানীয়
বখাটেদের হয়রানি প্রতিরোধসহ সার্বিক সব বিষয়ে সাহায্য সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

মাধবকুণ্ড জলপ্রপাতে বেড়াতে গিয়ে পর্যটকরা গাড়ি পার্কিং প্লেইস ও মূল ফটকের ইজারাদারের কর্মচারী, অসাধু ব্যবসায়ী,দালাল ও স্থানীয় বখাটে কর্তৃক নানা হয়রানীর শিকার হন। এছাড়া অসচেতনতার কারণে পর্যটকরাও নানা ঝুঁকিপূর্ণ স্থানে প্রবেশ করে।

নিরাপত্তাহীনতা ও দূর্ঘটনায় পড়েন। এসব ব্যাপারে সহযোগিতা করার লক্ষে স্থানীয় তরুণরা ‘মাধবকুণ্ড পর্যটক সহায়ক কমিটি’ গঠন করে উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT