ঢাকা (সকাল ১০:৫৭) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১ Meghna News নাগরপুরে যদুনাথ স. প্রা. বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Meghna News দ্রুত সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাল পরিবার Meghna News সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক গরম পানিতে ঝলসে গুরুতর আহত Meghna News চাঁপাইনবাবগঞ্জে খাস জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত একজন Meghna News চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার Meghna News মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

মাদারীপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock শনিবার রাত ১০:৪৯, ২৬ মার্চ, ২০২২

মাদারীপুর জেলা পরিষদের উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে মীর মামুনের সঞ্চালনায়, মোঃ সিরাজুম মনির কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস অনুষ্ঠানের মাদারীপুর জেলার সদর, শিবচর, রাজৈর, কালকিনির বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুনির চৌধুরী।

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রীনিবাস দেবনাথ, শিবচর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন খাঁন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহজাহান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান চৌধুরী, মাদারীপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মতি শিপাহী, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান বেপারী, কালকিনি উপজেলা বীর মুক্তিযোদ্ধা মোঃ জলিল আকন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মালেক আকন, বীর মুক্তিযোদ্ধা মোঃ জহির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ এচকান্দার আলী, রাজৈর উপজেলার সেকান্দার আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ কাইওম মীর, বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীনসহ মোট ৮৫জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন মাদারীপুর জেলা পরিষদ।

এ সময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বক্তব্যে মোঃ মোসলেম উদ্দিন খাঁন বলেন, ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করি এরপর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে যুদ্ধ করি, বাংলাদেশ স্বাধীন হয়। বীর মুক্তিযোদ্ধাদের সম্পক্ষে নতুন প্রজন্মকে এগুলো জানাতে হবে।

বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে অনুষ্ঠানের সভাপতিতে বক্তব্য মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুনির চৌধুরী বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, বাংলাদেশে যখন যুদ্ধ হয় তখন আমি খুব ছোট। তখন আমার বয়স যদি ৫ বছর বেশী হত, আমিও আপনাদের মত বীর মুক্তিযোদ্ধা হিসেবে নাম লেখাতে পারতাম, তবে আমি সব সময় বাংলাদেশের জন্য যাদের বেশি অবদান সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করি এবং আমি যত দিন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবো বীর মুক্তিযোদ্ধাদের জন্য জেলা পরিষদের দরজা সব সময় খোলা থাকবে, এবং কোন মুক্তিযোদ্ধা যে কোন ধরনের সমস্যায় পরলে আমাকে জানাবেন। ইন্নশাআল্লাহ আমি সব সময় আপনাদের জন্য কিছু করতে প্রস্তুত আছি।

পরে ৮৫ জন বীর মুক্তিযোদ্ধাদের নগদ অর্থ ও একটি উপহার দিয়ে সম্মাননা প্রদান করেন। সম্মাননা পেয়ে বীর মুক্তিযোদ্ধারা মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুনির চৌধুরীর প্রতি দোয়া করেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT