ঢাকা (রাত ১১:৩৩) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মাদারীপুরে নৌকা প্রতিক পুড়িয়ে দেয়ায় দোষীদের শাস্তির দাবিতে রাস্তা বন্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock সোমবার রাত ০২:১৫, ১ নভেম্বর, ২০২১

মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ চাঁন মিয়া সিকদারের নৌকা প্রতীকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে রাস্তা বন্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এলাকাবাসী। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। রোববার সকালে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে। তবে এ বিষয় একটি মামলার প্রস্তুতি চলছে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ।

এলাকা ও প্রার্থীর অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সিডিখান ইউপির চরদৌলত খাঁন গ্রামের গিয়াসউদ্দিন খাঁনের বাড়ির সামনে আওয়ামী লীগের প্রার্থী মোঃ চাঁন মিয়া সিকদারের কাপড়ে মোড়ানো একটি নৌকা টানানো ছিল। কিন্তু প্রতিহিংসায় বসত রোববার ভোররাতে দূরবর্তরা টানানো নৌকাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে কালকিনি থানা পুলিশকে খবর দেয়। পরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এসময় স্থানীয় এলাকাবাসী নৌকা পোড়ানোর প্রতিবাদে রাস্তা বন্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এসময় উপস্থিত ছিলেন সিডিখান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া সিকদার, সহ-সভাপতি মোঃজালাল সিকদার, আওয়ামী লীগ নেতা কৃষ্ণকান্ত সিকারী, যুবলীগ নেতা মোঃ জামাল সিকদার, ছাত্রলীগ নেতা মিঠুন মন্ডল ও বাবুল বেপারী প্রমূখ।

আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ চাঁন মিয়া সিকদার অভিযোগ করে বলেন, আমার গণজোয়ার দেখে আমার টানানো নৌকা পুড়িয়ে দিয়েছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার লোকজন।

তার সমর্থকরা রাতে দুইটিস্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। আমি তাদের নামে মামলা করব।
অভিযুক্ত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়া বলেন, আমি নৌকায় আগুন দেইনি। তৃতীয় কোন পক্ষ এ অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইসতিয়াক আসফাক রাসেল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এবং সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT