মাদারীপুরে কৃষকলীগ নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মীর ইমরান,মাদারীপুর সোমবার রাত ০১:৩৮, ২১ মার্চ, ২০২২
মাদারীপুর কালকিনির কৃষকলীগ নেতা মানিক সরদারকে কুপিয়ে হত্যার ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্বজন ও এলাকাবাসী।
রবিবার (২০-মার্চ) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ব্যানার-ফেস্টুন ও লিফলেট হাতে অংশ নেয় কয়েকশ মানুষ। এ সময় এলাকাবসী ও স্বজনরা দ্রুত মানিক সরদারের হত্যাকারীদের খুঁজে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ, গত ৭ ফেব্রুয়ারি ফাসিয়াতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হাতে খুন হন কালকিনি উপজেলা কৃষকলীগ নেতা মানিক সরদার। এই ঘটনায় নিহতের স্ত্রী সীমা খানম বাদী হয়ে কালকিনি থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যা মামলায় প্রধান আসামি করা হয় আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনকে। ঘটনার পরদিন সাবেক এই ইউপি চেয়ারম্যানের বাড়িঘরে অগ্নিসংযোগ করেন নিহতের সমর্থকরা।