মহাসড়কে ছিনতাই ও ডাকাতিরোধে পুলিশের জনসচেতনতামূলক প্রচারণা
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা বুধবার বিকেল ০৫:২৬, ১ সেপ্টেম্বর, ২০২১
দিন শেষে রাত নামলেই মহাসড়ক যেনো হয়ে ওঠে ডাকাত আর ছিনতাইকারীদের রাজত্ব। এসব ছিনতাই ও ডাকাতদলের সদস্যদের পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করলেও মহাসড়কে থামছে না তাদের দৌরাত্ম্য।
জামিনে বের হয়ে আবার সেই আগের রুপে ফিরে যায় ডাকাতদল।
তবে মহাসড়কে এবার চুরি,ছিনতাই ও ডাকাতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
আজ বুধবার (৩১ আগষ্ট) বিকালে দাউদকান্দি সার্কেল এর জৈষ্ঠ্য সহকারি পুলিশ সুপার(এএসপি) মো. জুয়েল রানার নেতৃত্বে দাউদকান্দি মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ এই জনসচেতনতামূলক প্রচারে অংশ নেয়। এতে পুলিশের পক্ষ থেকে যাত্রীদের শতর্কতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়।
এর মধ্য বিভিন্ন শতর্কবাণী দিয়ে সাঁটানো হয় ফেস্টুন। চলন্ত পথে বাস,মাইক্রোবাস ও প্রাইভেটকারের যাত্রীদের মাঝে বিতরণ করা হয় লিফলেট।
এসময় উপস্থিত ছিলেন মডেল থানা অফিসার–ইন–চার্জ মো.নজরুল ইসলাম,পরিদর্শক শফিউল আলম(তদন্ত), পরিদর্শক সালেহ, সেকেন্ড অফিসার এসআই নাসিরউদ্দিন ও এসআই গোলাম আজম।