ঢাকা (রাত ৮:৪৪) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় ইউপি নির্বাচনে নৌকার ১টি ও স্বতন্ত্রর ১টিতে বিজয়

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock সোমবার বিকেল ০৪:০৩, ২৯ নভেম্বর, ২০২১

ভোলার চরফ্যাশনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটিতে নৌকা এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- চরফ্যাশন থানার ওসমানগঞ্জে ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কাসেম মোল্লা। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৭৩৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রার্থী আশ্রাফুল আলম পেয়েছেন ৩১০১ ভোট।

এদিকে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর কুকরি-মুকরি ইউনিয়নে তৃতীয় বারের মত নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেম মহাজন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪১৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কবির মিয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৭৪৬ ভোট।

রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার ৭ ইউনিয়নে কিছু বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয় চলে বিকেল ৪টা পর্যন্ত। ৫ ইউনিয়নে সদস্য পদে এবং দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

চরফ্যাশন উপজেলার ৫ টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকায় বিজয়ী হয়েছেন যারা-আব্দুল্লাহপুর ইউনিয়নে প্রিন্স আল ইমরান, আবুবকরপুর ইউনিয়নে মো. সিরাজ মিয়া, রসুলপুর ইউনিয়নে জহিরুল ইসলাম পন্ডিত, নজরুল নগর ইউনিয়নে মো. রুহুল আমিন হাওলাদার, চর মানিকা ইউনিয়নে সফিউল্লাহ হাওলাদার।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT