ভোলায় আদালতের রায়ে ইউপি সদস্য পদ ফিরে পেয়ে শপথবাক্য পাঠ
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ১০:৩৯, ১৬ মার্চ, ২০২০
ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরার ১ নং মনপুরা ইউনিয়নের নির্বাচনের তিন বছর সুপ্রীমকোর্টে মামলা পর রায়ে
সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদ ফিরে পেয়ে শপথবাক্য পাঠ করলেন রোকেয়া বেগম।
সোমবার(১৬মার্চ) বেলা সাড়ে ১১ টায় ওই ইউপি সদস্যের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী
অফিসার বিপুল চন্দ্র দাস।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার
চৌধুরী, মনপুরা প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন প্রমূখ।
জানা যায়, ২০১৭ সালের ১৬ এপ্রিল নির্বাচনের পর ২ ভোটে বিজয়ী ঘোষনা করা হয় ফেরদাউস
বেগমকে। পরে নির্বাচনী ফলাফল প্রত্যাখান করে ভোলা নির্বাচনী ট্রাইবুনালে মামলা করে পরাজিত
প্রার্থী ও সুপ্রীম কোর্টে আপীল বিভাগের রায়ে সদস্য পদ ফিরে পাওয়া রোকেয়া বেগম। নির্বাচনী
ট্রাইবুনালে রায় পায় রোকেয়া বেগম।
পরে ফেরদাউস বেগম হাইকোর্টে মামলা করলে নির্বাচনী ট্রাইবুনালের রায় ৬ মাসের স্থগিত করে
হাইকোর্টে। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রীমকোর্টের আপীল বিভাগে রিট করেন রোকেয়া
বেগম।
এরপর দীর্ঘ শুনানীর পর সুপ্রীমকোর্টের আপীল বিভাগের রায় পান নির্বাচনী ফলাফলে পরাজিত
প্রার্থী রোকেয়া বেগম।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, সুপ্রীমকোর্টের আপীল বিভাগের রায়ে
রোকেয়া বেগমকে শপথবাক্য পড়ানো হয়।