ঢাকা (বিকাল ৪:৪৮) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হত্যা মামলায় তিন আসামী গ্রেফতার

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শুক্রবার রাত ০৯:২০, ২৮ জানুয়ারী, ২০২২

ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল খালেক (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী মোফাজ্জল হোসেনসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে দৌলতখান থানা পুলিশের একটি টিম ভোলার শশীভূষন থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মোফাজ্জল পাটোয়ারী (৫৫) ইকবাল হোসেন (৩৬) ও রফিকুল বেপারী।

এ ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল খালেকের স্ত্রী নাছরিন বেগম বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে দৌলতখান থানায় একটি হত্যা মামলা দায়েরের পরপরই পুলিশ আসামীদের গ্রেফতার করেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে দৌলতখান থানায় এক প্রেস ব্রিফিংয়ে ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ সরদার এসব তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুনাফ পাটোয়ারি বাড়ির মোফাজ্জল আসছে। গত বৃহস্পতিবার সকালে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল খালেক বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় এসে পৌঁছালে প্রতিপক্ষ মোফাজ্জল গংরা তার উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে বাড়িতে পরে তাকে দৌলতখান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা এ ঘটনার সাথে তাদের নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেন। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

এ হত্যাকান্ডে জড়িত অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT