ঢাকা (সকাল ৭:৪০) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলার শশীভূষণে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শনিবার রাত ০২:১০, ১ জানুয়ারী, ২০২২

ভোলার চরফ্যাশন উপজেলায় শশীভূষণে মো. সোহাগ (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৩১ডিসেম্বর) সকাল ১০টার দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর ফকিরা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।

সোহাগ চরফ্যাশন শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর ফকিরা গ্রামের মৃত নিরব মহাজনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ছিলেন। বৃহস্পতিবার ভোর রাতে ফজরের নামাজ পড়ার কথা বলে ঘর থেকে বের হন। অনেক খোঁজা খুজির করে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান স্ত্রী নুজাহান। তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়না তদন্ত রির্পোট এলে এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT