ঢাকা (দুপুর ২:৫৫) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলার লালমোহনে পৌর মেয়র নির্বাচিত হলেন আ’লীগ প্রার্থী তুহিন

ভোলার লালমোহনে পৌর মেয়র নির্বাচিত হলেন আ’লীগ প্রার্থী তুহিন
ভোলার লালমোহনে পৌর মেয়র নির্বাচিত আ’লীগ প্রার্থী তুহিন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার দুপুর ০২:০২, ১৫ অক্টোবর, ২০১৯

কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয় হয়েছেন আ’লীগ মনোনিত নৌকা প্রতীক প্রার্থী মো. এমদাদুল ইসলাম তুহিন।

এই প্রথম ভোলার লালমোহন পৌর সভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ পদ্ধত্বিতে ভোট দিয়েছেন ভোটাররা।
সোমবার(১৪অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ সম্পন্ন হয়।

ইভিএম ত্রুটির কারণে ১২ ওয়ার্ডে মধ্যে ২টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা বিলম্বিত হয়। রাত ৮টা নাগাদ ওই দুই কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
লালমোহন পৌর ১২ কেন্দ্রে আ’লীগ প্রার্থী নৌকা প্রতীকের মো. এমদাদুল ইসলাম তুহিন পেয়েছেন ১১ হাজার ৩৬৯ ভোট। অপরদিকে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী সোহেল আজীজ শাহিন পেয়েছেন ২ হাজার ৩০৪ ভোট।

নির্বাচনে কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষতি নারী কাউন্সিলর পদে ১৩ প্রার্থী নির্বাচনেও প্রতিদ্বন্ধিতা করেছেন। এর মধ্যে ১নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্ধিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন মেহের। ২নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন হেলাল উদ্দিন হাওলাদার, ৩নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হযেছেন অহিদউল্যাহ মাষ্টার, ৪নং ওয়ার্ডে রায়হান মাসুম, ৫নং ওয়ার্ডে ঈমাম হোসেন হাওলাদার, ৬নং ওয়ার্ডে জহিরুল ইসলাম মাসুদ, ৭নং ওয়ার্ডে জাহেদুল ইসলাম নবীন, ৮নং ওয়ার্ডে সাইফুল কবীর, ৯নং ওয়ার্ডে হিরণ হায়দার, ১০ নং ওয়ার্ডে সিরাজ মেম্বার, ১১ নং ওয়ার্ডে এহসানুল হক ফরিদ, ১২ নং ওয়ার্ডে জসিম ফরাজী।

সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জান্নাত বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লুৎফা বেগম।

এদিকে, বিএনপি’র মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী সোহেল আজীজ শাহিন অভিযোগ করে বলেন, আ’লীগের প্রার্থীর নেতাকর্মীরা বিএনপি’র এজেন্টদের অধিকাংশ ভোট কেন্দ্রে ঢুকতে দেয়নি । কিছু কেন্দ্রে ঢুকলেও তাদেরকে বের করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, জনগন ধানের শীষে ভোট দিয়েছে কিন্তু ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)’র মাধ্যমে সেই ভোট পরিবর্তন করা হয়েছে।

লালমোহন পৌর সভায় মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ১শ জন। যাদের মধ্যে পুরুষ নয় হাজার ৭০৩ জন এবং নারী নয় হাজার ৯৯৭ জন। নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন সর্বমোট ৬২ প্রার্থী, যাদের মধ্যে মেয়র পদে দু’জন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT