ঢাকা (দুপুর ১:৫৮) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোট বর্জনে বিএনপি’র লিফলেট বিতরণ

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock সোমবার সন্ধ্যা ০৬:৫৩, ২৫ ডিসেম্বর, ২০২৩

অসহযোগ আন্দোলন ও ৭ জানুয়ারি রোববারের ভোট বর্জণে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ করেছে বিএনপি।

এরই ধারাবাহিকতায় দুপুরে জেলা শহরের বাতেন খাঁর মোড়ে বিভিন্ন পেশাজীবী ও পথচারীর মধ্যে ভোট বর্জণের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান। এছাড়া একই দিনে পৌর এলাকার বটতলাহাট, নতুনহাটসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেনতার নেতৃত্বে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণের সময় ভোটারদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে না যাবার আহ্বান জানিয়ে ওবায়েদ পাঠান বলেন, দেশের নাগরিকরা গত ১৫ বছর ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। এবারও জাতীয় সংসদ নির্বাচনে ডামি প্রার্থীর নামে একটি ডামি নির্বাচনের আয়োজন করা হয়েছে। তাই অবৈধ সরকারের এই নির্বাচনকে বর্জণ করতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের
নির্দেশেই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করা হচ্ছে। আশা করি, জনগণ এই ভোটকে প্রত্যাখ্যান করে এর উপযুক্ত জবাব দেবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT