ঢাকা (সকাল ৯:১৯) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোট বর্জনে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

রাজনীতি ২১৮৫ বার পঠিত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বৃহস্পতিবার বিকেল ০৪:১৬, ২৮ ডিসেম্বর, ২০২৩

ভোট বর্জন এবং অহসযোগ আন্দোলনের অংশ হিসেবে আরও দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ভোট বর্জনে জনমত সৃষ্টিতে আগামী শুক্রবার ও শনিবার দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিএনপির তিন দিনের ঘোষিত কর্মসূচি আজ শেষ হচ্ছে। আগামীকাল শুক্র ও শনিবার আবার লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে।

রিজভী তার বক্তব্যে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম ওরফে সোহেলসহ ১১ জনকে আটকের ঘটনার নিন্দা জানান। দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের নির্বিচারে আটক ও গ্রেপ্তার চলছে বলে অভিযোগ করেন তিনি।

গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘাতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে চার দফা হরতাল এবং ১৩ দফায় অবরোধ পালন করেছে বিএনপি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT