বড়লেখায় ২ চেয়ারম্যান ও ৩ সদস্য পদপ্রার্থীর মনোনয়পত্র প্রত্যাহার
মোঃইবাদুর রহমান জাকির বৃহস্পতিবার রাত ১০:৩০, ১১ নভেম্বর, ২০২১
মৌলভীবাজারের বড়লেখায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে স্বতন্ত্র ২ চেয়ারম্যান পদপ্রার্থী ও সাধারণ সদস্য ৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
(১১ নভেম্বর)বৃহস্পতিবার সন্ধ্যায় রিটার্নিং অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
প্রত্যাহারকারীরা হলেন চেয়ারম্যান পদে তালিমপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মাসুম আহমদ। সাধারণ সদস্য পদে উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী আমির আলী, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী সায়দুল হক, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী রফিক আহমদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, প্রত্যাহারের শেষ দিন স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থী ও তিন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গত ২ নভেম্বর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন ও সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৪৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
গত ৪ নভেম্বর যাচাই-বাছাইকালে বিভিন্ন ত্রুটির কারণে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তা ৩ চেয়ারম্যান প্রার্থী ও ৫ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করলেও আপিলে ২ চেয়ারম্যান ও ৩ সদস্য প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পান। তৃতীয় ধাপের নির্বাচনে আগামী ২৮ নভেম্বর বড়লেখার ১০ ইউনিয়নের ভোটগ্রহণ হবে।