ঢাকা (সন্ধ্যা ৬:২৮) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বড়লেখায় সরকারি ঘর পাচ্ছে ৮৮টি গৃহহীন পরিবার

মোঃইবাদুর রহমান জাকির  মোঃইবাদুর রহমান জাকির  Clock শুক্রবার রাত ১০:৪২, ২২ এপ্রিল, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় সরকারি ঘর পাচ্ছে উপজেলার ৪ ইউনিয়নের আরো ৮৮টি ভুমিহীন দরিদ্র পরিবার।

গত বুধবার বিকেলে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষে উপজেলা প্রশাসন স্টেকহোল্ডারদের সাথে যৌথ সভা করেছে।

এ সংক্রান্ত কমিটির সভাপতি ও ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপকারভোগিদের খসড়া তালিকা উপস্থাপন করেন, সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়নের ব্যাপারে নানা দিক নির্দেশনা প্রদান করেন কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

যৌথ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা সাবরেজিষ্ট্রার সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT