ঢাকা (ভোর ৫:২৩) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বড়লেখায় পৌর নির্বাচনে ভোট যুদ্ধে আওয়ামী লীগ-বিএনপি,মাঠে নেই জামায়াত

ইবাদুর রহমান জাকির,সিলেট ইবাদুর রহমান জাকির,সিলেট Clock সোমবার ১২:২৩, ৩০ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের বড়লেখা পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সভাপতি  বিগত পৌর নির্বাচনে বি এন পি মনোনীত  প্রার্থী. আনোয়ারুল ইসলাম। আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী বাংলাদেশ ছাত্রলীগ বড়লেখা উপজেলা শাখার সাবেক সভাপতি, আনোয়ারুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বড়লেখা উপজেলা শাখার সাবেক সভাপতি এবং ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের জনপ্রিয় ছাত্রনেতা।

গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরান চৌধুরীকে নৌকার মাঝি ঘোষণা করেছেন। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বড়লেখা পৌর বিএনপির সভাপতি মো. আনোয়ারুল ইসলামকে দলের একক চূড়ান্ত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক তুলে দেন।

ভোট যুদ্ধে পুরনো আসন ফিরে পেতে এবার মরিয়া হয়ে মাঠে নামবে বড়লেখা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মী। এদিকে বড়লেখা পৌর মেয়রের আসন আবারো পুনরায় ধরে রাখতে আওয়ামী লীগ নেতাকর্মী মাঠে উপস্থিতি দেখা মিলছে ব্যাপক ভাবে। নির্বাচন সুষ্ঠ নিয়ে রয়েছে বিএনপি নেতা কর্মিদের মাঝে শংকা, তাই তারা এই নির্বাচনকে ধরে নিচ্ছে আন্দোলনের একটা অংশ। তবে বর্তমানে জামাতে ইসলামীর হেভিওয়েট প্রার্থী খিজির আহমদ নির্বাচনে না থাকায় এবং জামায়াতের অন্য কোন প্রার্থী না থাকায় শুরু হয়েছে তাদের ভোটের ঘাটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়াবে তা নিয়ে আলোচনা সমালোচনা।

সতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে হয়ত দেখা মিলতে পারে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক সাইদুল ইসলামকে। পৌর শহরে দিন রাত এ প্রান্ত থেকে অই প্রান্তে ছুটে চলেছেন ভোটারদের মন জয় করতে, আরেক সতন্ত্র প্রার্থী হিসেবে হয়তো আওয়ামী লীগ বিদ্রোহী হয়ে নির্বাচন করতে পারেন আওয়ামী লীগের জনপ্রিয় নেতা বিশিষ্ট সমাজসেবক আব্দুল নূর এমনটা শুনা যাচ্ছে। বেশ ভোট এবং জনপ্রিয়তা রয়েছে আব্দুল নূরের।তিনি বড়লেখা প্রথম পৌর মেয়র প্রয়াত আব্দুল মালিকের ছোট ভাই। ২০১৫ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৪০৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন বর্তমান মেয়র কামরান চৌধুরী। দ্বিতীয় স্থানে ছিলেন সতন্ত্র প্রার্থী (জামাতে ইসলামীর) খিজির আহমদ।

প্রথম ধাপে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT