ঢাকা (সকাল ১০:৪৬) সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার Meghna News নাগরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

বড়লেখা মানব কল্যাণ ফাউন্ডেশনের স্মার্টকার্ড বিতরণ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার সকাল ১১:১২, ২৫ নভেম্বর, ২০১৯

মোঃ ইবাদুর রহমান জাকির, বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সর্বপ্রথম রক্তদানকারী মানবসেবী সংগঠন মানব কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যদের মধ্যে রক্তযুদ্ধা পরিচয়পত্র বিলি স্থানীয় অফিস মিলনায়তন খাদিজা ম্যানশন ২য় তলা বড়লেখায় গতকাল ২৪ নভেম্বর রবিবার এক প্রতীসভা অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের সেক্রেটারী কামরুল ইসলামের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বিষেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব জালাল আহমদ কন্ট্রেক্টার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব কামাল আহমদ মহাসচিব
বড়লেখা মানব কল্যাণ ফাউন্ডেশন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব হিফজুর রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান বড়লেখা মানব কল্যাণ ফাউন্ডেশন।বক্তারা বলেন তরুণরা অধম্য শক্তির উৎস তাই বড়লেখার একদল তরুণদের কর্ম প্রচেষ্টায় রক্তদানকারী সংগঠন তৈরী হয় ২০১২সালের ১৮ডিসেম্ভর যার কর্মপ্ররণায় আজও সারা দেশে—বিদেশে প্রতিনিয়ত রক্তদান করে আসছে এই ফাউন্ডেশন।পাশাপাশি মানব সেবায় সোচ্চার কাজ করছে,আমাদের দেখা কাঠাঁলতলীর একজন মাহিলা কে অর্থদান,করামত নগর চা বাগানের একজন চা শ্রমিক কে অর্থদান,মোহাম্মদনগরের একজন শিশুকে অর্থদান,শাহবাজপুরের একজন সিজারকৃত মাকে অর্থদান।যাহা বড়লেখার আপামোড় জনসাধারণের মনকে জয়করেছে এই সংগঠন,

আরো বলেন এখনি সময় তারুন্যের এই সময় ইবাদাত মনে করে আরো বেশীমানব কাজ করতে হবে বড়লেখায়। উপজেলার সর্বসাধারণের দ্বাড়গোড়ায় পৌছতে হবে,পরে সকল সদস্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যন সাক্ষরিত সংগঠনের স্মাট কার্ড বিতরণ করেন অতিথিবৃন্দ। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন মানব কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র বিগত দিনে যারা দ্বায়িত পালন করেগেছেন জনাব গোলজার হোসেন হাসান,জনাব তাজুল ইসলাম,জনাব রিফাত আহমদ,আহমদ জেবলু, সারোয়ার হোসেন মাক্কির প্রতি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT