বড়লেখা থানার ওসির ৮ম বার রক্তদান
মোঃ কামরুজ্জামান
রবিবার দুপুর ০১:৫০, ২৬ এপ্রিল, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: মানুষ মানুষের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা। কবির এই কথার বাস্তব উধাহরন মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ইনচার্জ (ওসি) ইয়াসিনুল হক। আমরা সাধারন মানুষ সামান্য কাজ নিয়ে কত ব্যস্থতায় জীবন যাপন করি। অসহায় মানুষের আকুতি শুনার মত সময় আমাদের হাতে থাকেনা। কিন্তু শত ব্যবস্থা উপেক্ষা করে যখন কোন উর্ধতম ব্যক্তি অসহায় মানুষের আকুতি শুনে এগিয়ে আসেন তাও নিজের শরীর থেকে রক্তদান করতে সেটা অবশ্যই সমাজে দৃষ্টান্ত স্থাপন এবং সাধারন মানুষের জন্য অনুপ্রেরনা। দেশের এই ক্রান্তিলগ্নে ডাক্তাররা ব্যস্থ অসুস্থ্য রোগীকে সুস্থ্য করতে এবং বাংলাদেশ পুলিশ প্রশাসন ব্যস্থ সুস্থ মানুষকে মহামারী করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা করতে।আমরা যতটুকু জানি এখন ২৪ঘন্টাই পুলিশ প্রশাসন সোচ্চার থাকতে হয় তার মধ্যে একটি উপজেলার থানার প্রধান কর্মকর্তা এরকম কঠিন সময়ে সব কিছু উপেক্ষা করে রক্তদানের মত মহৎ কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন তা অবশ্যই মহান হৃদয়ের পরিচয়। জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) প্রথম রামজানের রোজা রেখে তারাবির নামাজ আদায় করে মানবতার ডাকে সাড়া দিয়ে একজন রক্তশূন্য মহিলাকে বড়লেখা উপজেলার বেসরকারী সিটি ক্লিনিক হাসপাতালে ৮ম বারের মতো তিনি রক্তদান করেন। তিনি এঁর আগেও বড়লেখার সর্বপ্রথম রক্তদান কারী সেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ ফাউন্ডেশনের তত্বাবদানে সাত বার রক্তদান করেছিলেন। ইয়াছিনুল হক বড়লেখাবাসীর জনপ্রিয় মানবতার প্রদর্শক হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি করোনা প্রাদুর্ভাব কে উপেক্ষা করে দিন রাত পরিশ্রমের মাধ্যমে বড়লেখার জনগণের করোনা মোকাবেলায় সচেতনতাও মানুষকে গৃহবন্দি সামাজিক দূরত্ব বজায় রাখার শত চেস্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি লক ডাউনে অসহায় গৃহ বন্ধীদের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছেন।