ঢাকা (রাত ১২:২৭) মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News দুই ধাপে বিশ্ব ইজতেমা, তারিখ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা Meghna News ভোলায় গাছের নিচে চাপা পরে যুবকের মৃত্যু Meghna News চাঁপাইনবাবগঞ্জে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পদায়নসহ সাত পুলিশ সদস্য ক্লোজড Meghna News চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানের জমি নিয়ে দুই পক্ষের ককটেল বিষ্ফোরণ, আহত ২ Meghna News চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির মামলায় আওয়ামীলীগের দুই নেতা কারাগারে Meghna News সোনামসজিদ স্থলবন্দরে কোন চাঁদাবাজি থাকবে না Meghna News সিলেটে বিমান ভাড়া নিয়ে বৈষম্য !! ক্ষোভ সিলেটবাসীর Meghna News দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্মৃতি হত্যার বিচারের দাবিতে গৌরীপুরে মানববন্ধন ও বিক্ষোভ Meghna News উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া Meghna News ইসরায়েলের বিমান হামলায় লেবাননে বাংলাদেশি নিহত

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক ধর্মঘট ও অবস্থান কর্মসূচির ঘোষণা

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক ধর্মঘট ও অবস্থান কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০৮:০২, ১৯ নভেম্বর, ২০১৯

এহসান প্লুটো, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগামীকাল বুধবার থেকে শ্রমিক ধর্মঘট ও অবস্থান কর্মসূচির ঘোষণা করেছেন,শ্রমিক নিয়োগের দাবীতে আন্দোলনরত বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক অধিকার আন্দোলন কমিটি ও স্থানীয় বাসীন্দারা।
মঙ্গলবারের মধ্যেই বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ শ্রমিক নিয়োগ প্রক্রিয়া শুরু না করলে আগামী বুধবার (২০ নাভেম্বর) থেকে এই শ্রমিক ধর্মঘট ও অবস্থান কর্মসূচি শুরু  হবে বলে ঘোষণা দেন আন্দোলনকারী নের্তৃবৃন্দ।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এই কর্মসূচির ঘোষণা করেন,বড়পুকুরিয়া তাপ বিদুৎ কেন্দ্রের শ্রমিক অধিকার আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ।
শ্রমিক অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, দির্ঘদিন থেকে তারা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে স্থানীয় অভিজ্ঞ শ্রমিক নিয়োগের দাবীতে আন্দোলন করে আসছে, তাদের আন্দোলনের মুখে স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্থানীয় শ্রমিকদের নিয়োগ দেয়ার জন্য সীদ্ধান্ত গ্রহণ করলেও,বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ তাদের সেই নিয়োগ প্রক্রিয়া অদৃশ্য কারনে বন্ধ রেখেছে। তিনি বলেন মঙ্গলবারের মধ্যে তাপ বিদ্যুৎ কর্তৃপক্ষ শ্রমিক নিয়োগ প্রক্রিয়া শুরু না করলে,আগামী বুধবার থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি ও শ্রমিক ধর্মঘট কর্মসূচি শুরু করবেন তারা।এসময় শ্রমিক অধিকার আন্দোলন কমিটির সভাপতি হাবিবুর রহমান, শ্রমিক নেতা নুর আলমসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এর পুর্বে সকাল ১০ টায় বড়পুকুরিয়া কয়লা খনি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বড়পুকুরিয়া কয়লা খনি বাজার ও তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকা প্রদক্ষিণ শেষে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে, ফুলবাড়ী ও পার্বতীপুর সড়কের পার্শ্বে দাড়িয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন। মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলে শ্রমিক অধিকার আন্দোলনের নেতাকর্মি ছাড়াও স্থানীয় বাসীন্দারা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে স্থানীয় অভিজ্ঞ শ্রমিক নিয়োগের দাবীতে দির্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক অধিকার আন্দোলনের নেতাকর্মীসহ স্থানীয় বাসীন্দারা।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT