ঢাকা (সকাল ৯:৩০) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বৈবাহিকসূত্রে আওয়ামী লীগে আসি নাই

রাজনীতি ২১৩২ বার পঠিত
‘বৈবাহিকসূত্রে আওয়ামী লীগে আসি নাই, আমাদের ঘরে কোন বিএনপির সাইনবোর্ড কখনো ছিলো না’-এই মন্তব্যটি করেছেন ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock মঙ্গলবার বেলা ১২:৫০, ২৬ ডিসেম্বর, ২০২৩

‘বৈবাহিকসূত্রে আওয়ামী লীগে আসি নাই, আমাদের ঘরে কোন বিএনপির সাইনবোর্ড কখনো ছিলো না’-এই মন্তব্যটি করেছেন ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

তিনি বলেন, গৌরীপুরে আমরা মাটি ফেটে আসি নাই, বানের জলে ভেসে আসি নাই, গৌরীপুরেই আমাদের জন্ম, আমাদের বেড়ে উঠা, এখানেই আমরা বড় হয়েছি, এখানেই আমরা ব্যবসা-বাণিজ্য-রাজনীতি করেছি। আমরা কোন বৈবাহিকসূত্রে গৌরীপুরে আসি নাই, আমাদের ঘরে কোন কোন বিএনপির সাইনবোর্ড ছিলো না।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার গাভীশিমুল ও গজন্দর গ্রামে অনুষ্ঠিত পৃথক পৃথক পথসভায় তিনি এ মন্তব্য করেছেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। যারা বলেন ট্রাক মার্কায় ভোট দিলে ভোট নৌকায় চলে যাবে, তাদের উদ্দেশ্যে বলি আপনারা নির্দিদ্বায় ট্রাক মার্কায় ভোট দিবেন, ভোট রক্ষা করার দায়িত্ব আমার।

গাভীশিমুল গ্রামের পথসভায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুকুনুজ্জামান পল্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চু, নূরুল ইসলাম, গৌরীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রওশন সারোয়ার সুজিত, বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহাম্মেদ রাসিক প্রমুখ।
গজন্দর গ্রামে অনুষ্ঠিত পথসভায় সাবেক ইউপি সদস্য মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিমের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ মিয়া রতন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মোঃ আজাদ প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT