ঢাকা (সকাল ৬:১৫) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বেগম জিয়ার মুক্তির দাবিতে গাইবান্ধায় কৃষক দলের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১১:৪৩, ১ অক্টোবর, ২০১৯

তারেক আল মুরশিদ, গাইবান্ধা থেকে: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে কৃষক দল।
মঙ্গলবার (১ অক্টোবর ) দুপুর ১২ টার দিকে জেলা কৃষক দলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কৃষকদলের নেতা কর্মী ছাড়াও বিএনপি বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি ইলিয়াস হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুননবী টিটুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক ভুট্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু বকর সিদ্দিক স্বপন, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, এস এম কামালসহ অন্যরা।
বক্তরা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। সেই সাথে মিথ্যা মামলায় দেশব্যাপী আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি করেন তারা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT