ঢাকা (সন্ধ্যা ৬:৫৫) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বিদেশি প্রভুদের দিয়ে ক্ষমতায় আসা যাবে না : মেজর মোহাম্মদ আলী

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বৃহস্পতিবার দুপুর ০৩:৪০, ১২ অক্টোবর, ২০২৩

বিএনপির উদ্দেশ্যে এ মন্তব্য করেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী।

 

মেজর সুমন বলেন, বিএনপি দেশে অগ্নিসন্ত্রাস করে,জ্বালাও পোড়াও করে। একারণে জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।

বিদেশি প্রভুদের পায়ে ধরে ক্ষমতায় আসা যাবে না, ক্ষমতা পেতে হলে জনগণের কাছে যান।

 

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা টানা চতুর্থ বারের মত আবারো প্রধানমন্ত্রী হবেন।

আপনারা সকলে দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।

 

জেলা শ্রমিক লীগের কার্যালয়ে বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এতে কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিবের সভাপতিত্ব্যে আরও বক্তব্য দেন— উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT