ঢাকা (দুপুর ১:০৮) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৪১, ১৪ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) দাউদকান্দি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড-২০২৪ এর নির্বাচনে উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দাউদকান্দি পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার।

 

তিনি বৃহস্পতিবার( ১৪ নভেম্বর) দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার খোরশেদ আলমের কাছ থেকে একটি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন— বর্তমান উপজেলা বিআরডিবি চেয়ারম্যান অ্যাড. আক্তারজুজ্জামান লাভু, সাবেক ছাত্র নেতা বোরহানউদ্দিন ভূঁইয়া, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সদস্য জহিরুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমান, বাবুল মোল্লা, জাকির হোসেন, উপজেলা ছাত্রদল নেতা লিমন হোসেন, রানা সরকারসহ আরও অনেকে।

 

মনোনয়নপত্র সংগ্রহ করার পর স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে উপজেলা বিআরডিবি চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন তালুকদার বলেন, ” আমার নেতা অবিসংবাদিত নেতা বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন স্যার ও তারুণ্যের আইডল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ভাইয়ের দোয়া নিয়ে আজ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

 

আমি যদি উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে পল্লী উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাবো।

 

আমার বাবা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আবুল হাশেম তালুকদার এই উপজেলার বিআরডিবির নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি পল্লী উন্নয়নে এই উপজেলার তদানিন্তন সময়ে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন। আমি বাবার পদাঙ্ক অনুসরণ করে চলতে চাই— ইনশাল্লাহ। “




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT