ঢাকা (রাত ১০:৪২) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


বাবুগঞ্জে আইটি পারদর্শী শিক্ষকদের ইভিএম পরিচালনা প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার দুপুর ০১:৪১, ৩০ জুন, ২০২০

রেদোয়ান হোসেন, বাবুগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ওপর জ্ঞানসম্পন্ন স্কুল শিক্ষকদের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পরিচালনা শেখানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বরিশালের বাবুগঞ্জ ও বানারিপাড়া উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ জন আইটি পারদর্শী শিক্ষকদের অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। অনলাইন অ্যাপস জুম এর মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় ফলস্রুতিতে প্রশিক্ষণার্থীরা নিজ অবস্থানে থেকে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ গ্রহনের সুযোগ পান। প্রশিক্ষণ প্রাপ্তগন পরবর্তীকালে যেকোনো নির্বাচন এলেই ভোটগ্রহণ কর্মকর্তাদের যন্ত্রটি পরিচালনা শেখাবেন।

বানারিপাড়া ও বাবুগঞ্জের উপজেলার নির্বাচন অফিসার মো.মনিরুজ্জামান জানিয়েছে, ভবিষ্যতে সব নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আলোচনার ভিত্তিতে প্রতি উপজেলা/থানা থেকে ১০ জন আইটি জ্ঞানসম্পন্ন শিক্ষকের তালিকা করেছে নির্বাচন কমিশন। বাবুগঞ্জ-বানারিপাড়া অঞ্চলের প্রশিক্ষকের দায়িত্বে নির্বাচন কমিশনের উপসচিব জনাব মিজানুর রহমান। উপজেলা নির্বাচন কর্মকর্তারা সংশ্লিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রয়োজনীয় আইটি সহায়তা ও সরঞ্জাম সরবরাহ করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT