ঢাকা (সন্ধ্যা ৭:৫৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


বান্দরবানের রোয়াংছড়িতে গুলিবিদ্ধ হয়ে নারী নিহত, আহত ১ শিশু

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার রাত ০৯:১২, ১১ জুলাই, ২০২০

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দূর্গম এলাকায় গুলিবিদ্ধ হয়ে শান্তিলতা তঞ্চঙ্গ্যা (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্জুন তঞ্চঙ্গ্যা (৭) নামে এক শিশু। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে উপজেলার শামুক ঝিরিতে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যদের গুলিবিনিময়ের সময় এ ঘটনা ঘটে। নিহত শান্তিলতা তঞ্চঙ্গ্যার বাড়ি উপজেলার নাথিংঝিরি এলাকায়। এ সময় তার সাত বছরের শিশু আহত হয়। তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি তৌহিদ কবির জানান, সেনা সদস্যরা শামুক ঝিরিতে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযানে যায়। এসময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয় স্থানীয় বাসিন্দা শান্তিলতা তঞ্চঙ্গ্যা ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে বলেও জানান ওসি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT