ঢাকা (রাত ১২:৪৮) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বান্দরবানে সেরা করদাতা সম্মাননা পেলেন অমল কান্তি দাশ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার সন্ধ্যা ০৬:০৫, ১৩ নভেম্বর, ২০১৯

নিজস্ব সংবাদ দাতা, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান জেলার বিশিষ্ট সমাজসেবক ও পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ সেরা করদাতার সম্মাননা পেয়েছেন।

আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে চট্টগ্রামের জিইসি কনভেনশান হলে তিনি ২০১৮-১৯ অর্থ বছরে বান্দরবান পার্বত্য জেলার পক্ষে সেরা করদাতা হিসেবে এই সম্মাননা গ্রহণ করেছেন।

এসময় অনুষ্ঠানে সেরা করদাতা ক্রেষ্ট প্রদান করেন চট্টগ্রাম কর অঞ্চল ২ এর কর কমিশনার জি এম আবুল কালাম কায়কোবাদ।

সেরা করদাতার সম্মাননা প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম কর অঞ্চল ২ এর কর কমিশনার জি এম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি।

এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: আব্দুল মান্নান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম, চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের কমিশনার মোহাম্মদ এনামুল হক, দি চিটাগাং চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্টির সভাপতি মাহবুবুল আলম।

প্রসঙ্গত, বান্দরবান পার্বত্য জেলা সেরা করদাতা হিসেবে অমল কান্তি দাশ এই পর্যন্ত ৬বার সেরা করদাতার সম্মাননা পেয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT