ঢাকা (সন্ধ্যা ৭:৪২) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বন্দুকযুদ্ধে ঠাকুরগাঁও রানীশংকৈলের মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধে ঠাকুরগাঁও রানীশংকৈলের মাদক ব্যবসায়ী নিহত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock রবিবার সকাল ০৯:১১, ২৭ মে, ২০১৮

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
 ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত ভোর রাতে জেলার রাণীশংকৈল উপজেলায় দুর্লভপুর নামক গ্রামে এ ঘটনা ঘটে নিহত রফিকুল ইসলাম তালেবান( ৫১) রানীশংকৈল উপজেলার ভরনিয়া ,,শিয়ালডাঙ্গী,, হুমায়ুন কবিরের ছেলে। পুলিশ জানায় গভীর রাতে রাণীশংকৈল উপজেলায় মাদক বিরোধী অভিযান চালাতে যায় পুলিশ, মহারাজাগামী রাস্তা দিয়ে দুর্লভপুর গ্রাম এলাকায় যাওয়ার পর মাদক ব্যবসায়ী রফিকুলসহ ১০/১২ জনের চোরাকারবারি পুলিশের উপরে  আক্রমণ  চালায়।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ১০/১৫ মিনিট যাবত চলা  বন্দুকযুদ্ধের পর চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ধান ক্ষেত থেকে রফিকুলকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে রাণীশংকৌল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান বন্দুকযুদ্ধের পরে ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও কিছু ধারালো অস্ত্র১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। তিনি আরো জানান নিহত রফিকুলের নামে বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য আইনে ৮ টি মামলা রহিয়াছে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT