ঢাকা (সকাল ৯:৪৭) মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে লটারীতে ১৮৭৮ জন কৃষক নির্বাচিত॥

ফুলবাড়ীতে লটারীতে ১৮৭৮ জন কৃষক নির্বাচিত ॥
ফুলবাড়ীতে লটারীতে ১৮৭৮ জন কৃষক নির্বাচিত ॥

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার রাত ১০:২২, ২৬ নভেম্বর, ২০১৯

মোঃ এহসান প্লুটো,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি;

দিনাজপুরের ফুলবাড়ীতে সরাসরি কৃষকের নিকট আমন ধান ক্রয়ের জন্য লটারীর মাধ্যমে এক হাজার ৮৭৮জন কৃষককে নির্বাচিত করেছে উপজেলা প্রশাসন।

গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় এই লটারী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার,উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মওলা,ফুলবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান, মাদিলা হাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মওলা বলেন,সরকার সরাসরি আমন ধান ক্রয়ের জন্য ফুলবাড়ী উপজেলায় এক হাজার ৮৭৮ মেট্রিক টন ধান বরাদ্ধ করে। বরাদ্ধ অনুযায়ী এক হাজার ৮৭৮ জন কৃষককে লটারীর মাধ্যমে নির্বাচিত করা হয়। তিনি বলেন ফুলবাড়ী উপজেলায় ৩২ হাজার ৭৮০ জন কৃষকের মধ্যে সরাসরি ধান বিক্রয়ের জন্য ৬ হাজার ৮৭৯ জন কৃষক আবেদন করেন,এর মধ্যে লটারীর মাধ্যমে এক হাজার ৮৭৮ জন কৃষককে নির্বাচিত করা হয়। এবার ফুলবাড়ী খাদ্য গুদামের জন্য ১৬৫ জন ও মাদিলা হাট গুদামের জন্য এক হাজার ১৩ জন কৃষক,প্রতিজন কৃষক এক টন করে ধান সরাসরি সরকারের নিকট বিক্রয় করতে পারবে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এই বছর উপজেলা ১৭ হাজার ৩৩০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে, এতে ফলন হয়েছে প্রায় ৫৫ হাজার মেট্রিকটন ধান, সেখানে কৃষকের নিকট সরকার ধান ক্রয় করছে মাত্র এক হাজার ৮৭৮ মেট্রিকটন। ফলে অধিকাংশ কৃষক সরকারের নিকট ধান বিক্রয় করার সুযোগ পাবেনা।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT