ঢাকা (রাত ১:৪৪) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ফুলবাড়ীতে প্রাইভেট কারের সাথে পাগলু’র সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার সন্ধ্যা ০৭:৩৪, ১৪ ডিসেম্বর, ২০১৯

এহসান প্লুটো,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ  দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শনিবার প্রাইভেট কারের সাথে পাগলু’র সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।সকাল ৯টায় ফুলবাড়ী-মদিলাহাট সড়কে পাকড়ডাঙ্গা নামক স্থানে মদিলা যাবার পথে একইদিক থেকে আসা পাগলু নামক ডিজেল চালিত অটোরিক্সা (মাহিন্দ্রা) কে ওভারটেক করার সময় প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-ক ১১-৩৩-২১) সাথে ধাক্কা লাগে এতে দুটো গাড়ী দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় পাগলুতে থাকা যাত্রীসহ ৫জন অহত হন। স্থানিয়রা অহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।অহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার ভবাই নগর গ্রামের এনামুল হক এর ছেলে মনিরুজ্জামান (৩৪),পার্বতীপুর উপজেলার ফরিদপুর মোস্তফাপুর গ্রামের অন্দ্রিয়াস মুর্মর স্ত্রী সুর্যমনি হাসদা (৪৫), ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের নেপাল প্রসাদের ছেলে দ্বীপক প্রসাদ (৩৮),সুজাপুর গ্রামের মিলনের স্ত্রী নয়ন মনি (৩৫),একই গ্রামের আব্দুল মালেকের স্ত্রী আজিজা সুলতানা (৩৮)।আহত সুর্যমনি হাসদার অবস্থ্যা অশংকাজন হওয়ায় ফুলবাড়ী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এনায়েতুল্লাহ নাজিম তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরন করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT