ঢাকা (সকাল ১০:১৩) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

এহসান প্লুটো,ফুলবাড়ী(দিনাজপুর) এহসান প্লুটো,ফুলবাড়ী(দিনাজপুর) Clock শনিবার দুপুর ০৩:৪০, ৭ নভেম্বর, ২০২০

“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে, সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মানিক রতন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল,উপজেলা শিক্ষক কর্মচারী সমবায় সমিতির সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া,কিসমত চাঁদপুর পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতির সভাপতি সামিউল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার (দায়ীত্বপ্রাপ্ত) মাহাফুজার রহমান,ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী বিপ্লব,ইউপি চেয়ারম্যান আবু তাহের,বীর মুক্তি যোদ্ধা এছার উদ্দিন,বীর মুক্তি যোদ্ধা লিয়াকত আলীসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT