ঢাকা (দুপুর ২:৪০) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ফুলবাড়ীতে শহীদ ডা: ম‌ঈন উদ্দিনের নামে বিদ্যালয়ের ভবনের নামকরন

জাতীয় ২৩৪৮ বার পঠিত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock রবিবার দুপুর ০২:২৯, ১৭ মে, ২০২০

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের নামকরণ করা হয়েছে বাংলাদেশের প্রথম করোনা যোদ্ধা শহীদ ডা: মঈন উদ্দিন এর নামে। ১৬ মে সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যালয়ের নবনির্মিত ভবনের নামকরণের ফলক উন্মোচনসহ ভবনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যডভোকেট  মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ এনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক আহবায়ক এসকে মোহাম্মদ আলী দুলাল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃইব্রাহিম আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল বলেন করোনা যোদ্ধা ডা: ম‌ঈন উদ্দিন কে জাতি চিরদিন স্মরন রাখবে, তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা র‌ইলো, তার স্মরনেই আজকে আমরা এই ভবনের নামকরণ করেছি যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম তার কথা মনে রাখে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশের প্রথম করোনা যোদ্ধা শহীদ ডা: ম‌ঈন উদ্দিনের রূহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মা”আমেনা বালিকা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, সাংবাদিক মাওলানা মোঃ আল আমিন বিন আমজাদ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT