ঢাকা (বিকাল ৩:৫৩) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

প্রান্তীক জনগোষ্ঠী সরকারের উন্নয়নের সুবিধা ভোগ করছে:-জেনারেল(অব.) সুবিদ আলী ভূঁইয়া

হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock সোমবার ১২:৫১, ২৫ জুলাই, ২০২২

পাঁচগাছিয়া(প.) ইউনিয়ন পরিষদ এর সংস্কার কাজ পরিদর্শন ও মতবিনিময় সভায় কুমিল্লা-১ আসনের সাংসদ প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আ.লীগ সরকারের টানা চৌদ্দ বছরের শাসনামলে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের জন্য আ.লীগ সরকারের বিকল্প নেই।

মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় আজ সারাদেশের প্রান্তীক জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত মানুষেরাও সরকারের সার্বিক উন্নয়নের সুবিধা ও সুফল ভোগ করছে।

রোববার বিকাল সাড়ে ৫টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পাঁচগাছিয়া(প.) ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মো.জামালউদ্দীন চৌধুরীর সভাপতিত্ব্যে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান, উপজেলা প্রকৌশলী মো.আফসার হোসেন খন্দকার, গোয়ালমারি ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেন ভূঁইয়া, পদুয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মো.মনির হোসেন সরকার, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি জেবুন্নেসা জেবু, বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন আ.লীগ নেতা মো.মোশারফ হোসেন প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT