প্রথম নির্বাচনী সভায় ক্রিকেটার মাশরাফি
মেঘনা নিউজ ডেস্ক সোমবার রাত ১০:১৩, ২৪ ডিসেম্বর, ২০১৮
নড়াইল প্রতিনিধি: নড়াইল-২ আসনে (নড়াইল-লোহাগড়া) আওয়ামীলীগের প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লোহাগড়ায় দিনভর প্রথম পথসভা ও জনসভা করেছেন ।
সোমবার(২৪ ডিসেম্বর) সকালে মাশরাফি লোহাগড়া উপজেলার মিঠাপুর বাজার, কালিনগর বাজার,
লাহুড়িয়া বাজার, মাকড়াইল হাই স্কুল মাঠ, বাতাসী বাজার, শিয়ারবর হাট, মানিকগজ বাজার, ছত্রহাজারী,
মরন মোড়ে[ পথসভা করেন। বিকালে জয়পুর ইউনিয়নের সিডি স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি বলেন,
আমি আপনাদের সন্তান। আওয়ামীলীগের প্রতীক নৌকা। এই নৌকা প্রতীকে আপনারা ভোট দেবেন।
প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন। নৌকায় ভোট দিলে
নড়াইল-লোহাগড়ার উন্নয়ন হবে।
এ সময় বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, সাধারন
সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুনজুরুল করিম মুন, জেলা
মুক্তিযোদ্ধা কমান্ডার কবির হোসেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক ডা. মো:সালাউদ্দিন, শালনগর ইউপি
চেয়ারম্যান খান তসরুল আলম, আওয়ামীলীগ নেতা সুজন রহমান প্রমূখ। স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ
বিপুল ভোটে মাশরাফিকে বিজয়ী করার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন। মাশরাফিকে ঘিরে লোহাগড়ার মানুষ
যেন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সকাল থেকেই রাস্তার মোড়ে মোড়ে মাশরাফিকে একনজর দেখবার জন্য ও
সেলফি তুলবার জন্য অধীর আগ্রহে ঘন্টায় ঘন্টায় বসে থাকার পরে সফল হয় মাশরাফি পিপাসু মানুষ।