প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন মাদবরচর ইউনিয়নের চেয়ারম্যান প্রাথীরা
মীর এম ইমরান,মাদারীপুর রবিবার রাত ০২:০০, ১৩ জুন, ২০২১
ভোটাররা জানান, বিগত করোনাকালীন সময়ে ও দূর্যোগে যারা জনগনের পাশে ছিলেন তাদের সুখে দুঃখে নিয়মিত খোঁজ খবর নিয়েছেন,আমাদের এলাকায় যারা উন্নয়ন করবে, মাদক নির্মূল করবে তাদের ভোট দিয়ে আমরা নির্বাচিত করবো।
মাদবচরচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুন অর রশিদ আকন জানান, আমরা সার্বক্ষনিক প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছি। ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। জনগন আমার সাথে রয়েছে। আমি আশাবাদী ২১জুন আসন্ন ইউপি নির্বাচনে জনগন আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।
আর এক চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা জানান, আগামী ২১জুন ইউপি নির্বাচনে জনগন তার পছন্দের প্রার্থীকে বাছাই করে ভোট প্রদান করবেন। আমি আশাবাদী জনগন আমাকে জয়যুক্ত করবেন।
উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান জানান, উপজেলা প্রশাসন, নির্বাচন কর্মকর্তা ও পুলিশ প্রশাসন নির্বাচনী মাঠ মনিটরিং করছে।পরিস্কারভাবে জানাচ্ছি সকল প্রার্থীর সমান অধিকার।কোন প্রার্থীরা একক ক্ষমতা কোন কেন্দ্রেই প্রয়োগ করতে পারবে না।নির্বাচনী আচরণ বিধি মেনেই তাদের নির্বাচন করতে হবে। আর না হয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা মাননীয় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নির্দেশ।
উল্লেখ্য, শিবচর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,মাদবরচর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা-২১৩৬৪, পুরুষ ভোটার-১১১৬২, নারী ভোটার-১০২০২ ,বুথ সংখ্যা রয়েছে ৫৩ টি।