ঢাকা (রাত ১২:২৬) মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News দুই ধাপে বিশ্ব ইজতেমা, তারিখ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা Meghna News ভোলায় গাছের নিচে চাপা পরে যুবকের মৃত্যু Meghna News চাঁপাইনবাবগঞ্জে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পদায়নসহ সাত পুলিশ সদস্য ক্লোজড Meghna News চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানের জমি নিয়ে দুই পক্ষের ককটেল বিষ্ফোরণ, আহত ২ Meghna News চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির মামলায় আওয়ামীলীগের দুই নেতা কারাগারে Meghna News সোনামসজিদ স্থলবন্দরে কোন চাঁদাবাজি থাকবে না Meghna News সিলেটে বিমান ভাড়া নিয়ে বৈষম্য !! ক্ষোভ সিলেটবাসীর Meghna News দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্মৃতি হত্যার বিচারের দাবিতে গৌরীপুরে মানববন্ধন ও বিক্ষোভ Meghna News উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া Meghna News ইসরায়েলের বিমান হামলায় লেবাননে বাংলাদেশি নিহত

মাদক ব্যবসায়ী ছেলের নির্যাতনে পালিয়ে বেড়াচ্ছেন বাবা-মা

একরামুল ইসলাম,রংপুর একরামুল ইসলাম,রংপুর Clock শুক্রবার রাত ০১:০৩, ২৫ ডিসেম্বর, ২০২০

রংপুরের পীরগাছায় মাদক ব্যবসায়ী ছেলের নির্যাতনে ৫ মাস ধরে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য কাজী আলহাজ্ব আব্দুস সাত্তার ও তার স্ত্রী রোকেয়া বেগম। চলতি বছরের ২৪ জুলাই থেকে অসহায় স্বামী-স্ত্রী নিজ বাড়িতে ঢুকতে পাচ্ছেন না। মাদক ব্যবসায়ী ছেলে মামুনুর ইসলাম শান্ত’র বিরুদ্ধে পীরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং আদালতে পিতার দায়ের করা একটি সি আর মামলায় ওয়ারেন্ট থাকলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারছে না। ফলে নির্যাতিত অসহায় বাবা-মা প্রতিকার চেয়ে পীরগাছা প্রেসক্লাবে এসে কান্নায় ভেঙে পড়েন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে গোটা পীরগাছা জুড়ে।

জানা গেছে, উপজেলার মকরমপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য কাজী আলহাজ্ব আব্দুস সাত্তার এর ২ ছেলে ৬ মেয়ের মধ্যে বড় ছেলে প্রবাসী, ৬ মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট একমাত্র ছেলে মামুনুর ইসলাম শান্ত নিয়ে চলছিল তার সংসার। গত দুই বছর থেকে সে অসামাজিক কার্যকালাপে লিপ্ত হয়ে পড়ে। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া একের পর এক বিয়ে ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন শান্ত। এ নিয়ে বাবা কাজী আব্দুস সাত্তার ও মা রোকেয়া বেগম প্রতিবাদ করলেই শুরু হয় শারিরীক ও মানষিক নির্যাতন। বাবা-মাকে নির্যাতন করে বাড়িতে গড়ে তোলেন মাদকের আড্ডাখানা। গত ১৬ মে বৃদ্ধ বাবা-মাকে হাত-পা বেঁধে বদ্ধ ঘরে আগুন লাগিয়ে পুড়ে ফেলার চেষ্টা করলে এলাকাবাসীর নিকট খবর পেয়ে গভীর রাতে পুলিশ তাদের উদ্ধার করেন। কিছুদিন পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ৪৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। যার মামলা নং-জি.আর ১০৫/২০। ওই মামলায় জামিনে ছাড়া পেয়ে আবারো বেপরোয়া হয়ে ওঠেন মামুনুর ইসলাম শান্ত। বাবা-মার উপর শুরু করেন অমানষিক অত্যাচার। গত ২৪ জুলাই বৃদ্ধ বাবা-মাকে কিলঘুষি মেরে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করলে কৌশলে পালিয়ে যান তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিলেও কোন কাজ না হওয়ায় আদালতে ছেলে বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার নং-সি.আর-১৬৮/২০। পরে আদালত মাদক ও বাবা’র দায়ের করা মামলায় মামুনুর ইসলাম শান্তর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে পুলিশ তাকে এখনো গ্রেফতার করতে পারেনি। এরপর দীর্ঘ ৫ মাস ধরে মাদক ব্যবসায়ী ছেলের ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অসহায় বাবা-মা। তারা নিজ বাড়িতে ফিরতে পারছেন না। ছেলে বিচার দাবি করে ঘুরছেন অন্যের দ্বারে দ্বারে। গত মঙ্গলবার পীরগাছা প্রেসক্লাবে এসে কান্নায় ভেঙ্গে পড়েন অসহায় বাবা আব্দুস সাত্তার। প্রতিকার চান সাংবাদিকদের কাছে। সেই কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে গোটা পীরগাছাসহ সারা দেশে।

মকরমপুর গ্রামের কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শান্ত সারা দিন এলাকাতেই থাকে। সে এখনো মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। শান্ত’র মা রোকেয়া বেগম বলেন, এমন ছেলে পেটে ধরেছিলাম যে, তার হাতে মারপিট খেয়ে পালিয়ে বেড়াচ্ছি। সে ছেলে নামের কলংক। বাবা কাজী আব্দুস সাত্তার কান্না জড়িত কন্ঠে বলেন, এই বৃদ্ধ বয়সে আমরা অন্যের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছি। ছেলে ভয়ভীতি দেখাচ্ছে মেরে ফেলার। বাড়ির জমি, গাছপালা, গরু বিক্রি করে সে মাদক ব্যবসা করছে। আমরা তার বিচার চাই!

এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, তাকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT