ঢাকা (সকাল ৮:৩৬) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

পীরগাছায় প্রথম করোনা রোগী এসআই রিয়াজুল সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার বিকেল ০৪:০৮, ১৮ মে, ২০২০

পীরগাছা, (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় প্রথম করোনা আক্রান্ত রোগী এসআই রিয়াজুল ইসলাম সুস্থ হয়ে বাড়ি ফিরলেন । গতকাল রোববার দুপুরে তাকে আনুষ্ঠানিকভাবে সুস্থ ঘোষণা করে ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে বিদায় জানানো হয়। জানা যায়, এসআই রিয়াজুল ইসলাম (৪৪) পীরগাছা থানায় দায়িত্ব পালনকালে তার মাঝে আতংক সৃষ্টি হয়। পরে তিনি গত এপ্রিলে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দিয়ে আসেন এবং ১ মে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘোষিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আইসোলেশন সেন্টারে তাকে রাখা হয়। এসআই রিয়াজুল ইসলাম বলেন, প্রথমে আতঙ্কে ছিলাম। সামান্য গলা ব্যথা ও জ্বর ছিল। পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতায় ও তত্বাবধানে থাকি এবং তাদের দক্ষ চিকিৎসা সেবায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। ডাক্তাররা আমাকে বাঁচার সাহস যুগিয়েছে। বর্তমানে আমি সুস্থ হয়ে পরিবারের নিকট আজ ফিরে এসেছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু আল হাজ্জাজ বলেন, রোববার দুপুরে এসআই রিয়াজুল ইসলামকে সুস্থ ঘোষণা করে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি পীরগাছার প্রথম করোনা আক্রান্ত রোগী এবং প্রথম সুস্থ ব্যক্তি। এসময় পীরগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সানোয়ার হোসেন, ডাঃ মুজতবা আকিব ভূইয়া উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT