ঢাকা (সকাল ১১:২৫) বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নিজের সম্মানী ভাতায় ঈদ উপহার দিলেন মেয়র রফিকুল

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার রাত ০৯:২২, ২৬ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম নিজের সম্মানী ভাতায় পৌরসভার অবস্থিত মসজিদগুলোর ১৪৫ জন ইমাম, খতিব ও মুয়াজ্জিনকে ঈদ উপহার দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে পৌরসভার মিলনায়তনে পবিত্র ঈদুল ফিতরের জামাতের সময়সূচি নির্ধারণ বিষয়ক মতবিনিময় সভা শেষে এই উপহার (ঈদসামগ্রী ও নগদ অর্থ) বিতরণ করা হয়।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর থেকে আমার সম্মানী ভাতা ভালো কাজে ব্যয় করার চেষ্টা করি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার দিতে পেরে নিজের ভেতর অন্যরকম ভালো লাগা কাজ করছে।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, বড় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ মোস্তাকিম, খেলার মাঠ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ রফিকুল ইসলাম, কালিপুর দৈনিক বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল হালিম, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT