ঢাকা (রাত ৩:৫৬) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


নাগেশ্বরীতে ৬০ বছরের বৃদ্ধের হাতে ৭ বছরের শিশু ধর্ষিত,আটক ধর্ষক

আটককৃত ধর্ষক
আটককৃত ধর্ষক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার সকাল ১০:০৭, ৩০ জানুয়ারী, ২০২০

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রাম জেলার কচাকাটায় ৭ বছরের এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার বল­ভের খাষ ইউনিয়নের বের“বাড়ি গ্রামে। পুলিশ ও ধর্ষনের শিকার মেয়েটির পরিবারের লোকজন বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল মঙ্গলবার ( ২৮ জানুয়ারি) বিকালে শিশুটি পাশের বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো। এ সময় ওই বাড়ির মালিক ৬০ বছরের হাবিবুর রহমান মেয়েটিকে টাকা দেয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে মা এবং দাদীকে জানায়। এসময় মেয়েটি রক্ত ক্ষরণে অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করান।

শিশুটির দাদা নুর হোসেন শেখ কচাকাটা থানায় মামলা দ্বায়ের করলে অভিযুক্ত ধর্ষক হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে কচাকাটা থানা পুলিশ।কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার আল আমিন মাসুদ জানান, শিশুটির শারীরিক অবস্থা এখন ভালো। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার প্রস্তুতি চলছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন-অর-রশিদ জানান, বুধবার (২৯ জানুয়ারি) নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করে ধর্ষক  হাবিবুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT