নাগরপুরের বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ খানের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
মোঃ কামরুজ্জামান বৃহস্পতিবার রাত ১০:০২, ৩০ এপ্রিল, ২০২০
মো. শাকিল হোসেন শওকত, নাগরপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের পাঁচতারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ খানের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো। তার মৃত্যুতে শোক সমস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন উপজেলা প্রশান ও সহযোদ্ধাগণ।
৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়নের পাঁচতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। নিহতের প্রতি সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর থানা ও জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
মুক্তিযোদ্ধা আঃ মজিদ খান, ৬৪ বয়সে বুধবার বিকাল ৫ টায় শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। (ইন্না……….রাজিউন)। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন বলেন, মরহুম মুক্তিযোদ্ধা আঃ মজিদ খান স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।