ঢাকা (দুপুর ১:২৫) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


নাগরপুরে মাংসে রং মিশিয়ে বিক্রি করার দায়ে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock শুক্রবার রাত ০৯:৫৯, ২০ নভেম্বর, ২০২০

টাঙ্গাইলের নাগরপুরের সহবতপুর ইউনিয়নের খোরশেদ মার্কেট হাটে, মাংসে রং মিশেয়ে বিক্রি করার অপরাধে, লাল চাঁন নামক ১ ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২০ নভেম্বর শুক্রবার দুপুরে উপজেলার সহবতপুর ইউনিয়নের খোরশেদ মার্কেট হাটে প্রকাশ্যে লাল চাঁন নামক ১ ব্যক্তি মাংসে বিষাক্ত রং মিশিয়ে বিক্রি করার সময় জনতা বিষয়টি টের পেয়ে, নাগরপুরের উপজেলা নির্বাহী অফিসার ও ওসি তদন্ত মো. বাহালুল খান বাহারকে বিষয়টি অবগত করলে, প্রশাসন দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত লাল চাঁন মিয়াকে ১০ দিনের বিনা শ্রম কারাদণ্ড দেয়।

এ বিষয়ে অভিযুক্ত টাঙ্গাইলের কাগমারীর বাসিন্দা মো. নিজাম মিয়ার ছেলে মো. লাল চাঁন মিয়া এর সাথে কথা বল জানা যায়, সে গত প্রায় ১০ বছর যাবৎ মাংস ব্যবসার সাথে জড়িত। সে টাঙ্গাইলের পার্কের বাজারের খোকন মিয়ার মাংসের দোকানে কাজ করে। সে দাবি করে বলে, পার্কের বাজারের মাংস বিক্রেতা খোকনের কাছ থেকে পাইকারি দরে ঐ গরুর মাংস কিনে নাগরপুরে বিক্রির উদ্দেশ্য এনেছিলো। প্রতি কেজি ১২০ টাকা দরে মেশানো গরুর মাংস (ছাট মাংস) বিক্রি করছিলো সে।  এ সময় সে দাপটের সাথে নিজেকে টাঙ্গাইলের বাজার বণিক সমিতির সভাপতি সাজু মিয়া পরিচিত এবং টাঙ্গাইলের সাংবাদিক শিপন এর ভাই পরিচয় দিয়ে নাগরপুরের সাংবাদ কর্মীদের ওনাদের সাথে কথা বলতে বলেন।এছাড়াও মাংসে রং মেশানোর বিষয়টি সে অস্বীকার করে।

খোরশেদ মার্কেটে আগত শত শত জনসাধারণ সকলেই এক বাক্যে বলেন, এই লোক মাংসে রং মিশিয়ে বিক্রি করতে এনেছে। কোথা থেকে কিসের মাংসে, বিষাক্ত রং মিশিয়ে আমাদের খাওয়াতে এনেছে তা অজানা। তবে ভ্রাম্যমাণ আদালতের রায়ে উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, পুলিশ অফিসার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান জনতা।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর থানার এসআই মো. শাহ আলম, মো. সাইদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ সহকারী মো. লিয়াকত হোসেন, নাগরপুর সিএনজি শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো. ঠান্ডু মিয়া, সাংবাদিকবৃন্দ ও হাটে আগত জনসাধারণ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান বলেন, মাংসে রং মেশানোর দায়ে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৪২ ধারায় মো. লাল চাঁন মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন, ভোক্তাদের অধিকারের সুরক্ষায় আমাদের এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযান অব্যহত থাকবে।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT