নাগরপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ১ শিক্ষার্থীর মৃত্যু
শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল সোমবার দুপুর ০৩:২৩, ১৬ নভেম্বর, ২০২০
টাঙ্গাইলের নাগরপুরের ধুপটিয়া গ্রামের বি এ অনার্স পড়ুয়া ১ মেয়ে ভোরে গোখাদ্য (খড়) আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুবরণ করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ধুপটিয়া গ্রামের আদর আলীর মেয়ে আতিয়া আক্তার (২২) মানিকগঞ্জে বি এ অনার্স অধ্যায়ন ছিলো।
১৬ নভেম্বর সোমবার ভোর আনুমানি ৫.৩০ মিনিটের সময় নিজ বাড়িতে গো খাদ্য খড় আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায়।
আতিয়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেহেনা খান ও কবির হোসেন বলেন, আতিয়া ছোটবেলা থেকেই খুব ভালো ছাত্রী ছিলো। তার অকাল মৃত্যু মেনে নেয়া যায় না।
এলাকাবাসী বলেন, ভোরবেলা নদীতে মাছ ধরতে যাওয়া সৌখীন মৎস শিকারীরা প্রথম তাকে খরের গাদার সামনে অনেক সময় দেখতে পেয়ে সবাইকে খবর দিলে, তার পরিবার ও এলাকাবাসী এসে সেখান থেকে উদ্ধার করে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আনিছুর রহমান আনিস বলেন, নাগরপুর থানা ১টি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।