ঢাকা (সন্ধ্যা ৭:৫৬) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নাগরপুরে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে ১ যুবক

শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock বৃহস্পতিবার দুপুর ০৩:৩৭, ১১ ফেব্রুয়ারী, ২০২১

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাবনাপাড়া গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে আল আমিন (২৪) গতকাল রাতে নিজ ঘরের ধরনার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

আল আমিনের পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের মত গতকাল রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। পরদিন ১১ ফেব্রুয়ারী সকালে ঘুম থেকে না ওঠায়, তার পরিবার খেতে ডাকতে গেলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে। অনেক সময় ডাকাডাকির পরেও না ওঠায় এক পর্যায়ে ঘরের দরজা ভেঙ্গে দেখে আল আমিন ঘরের ধরনার সাথে রশিতে ঝুলছে।

পরে নাগরপুর থানা পুলিশকে বিষয়টি জানালে, থানা পুলিশ এসে আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করি। এ আত্মহত্যার বিষয়ে কোন সন্দেহ ও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT