নাগরপুরে এসএসসি ৯৭ ব্যাচের বন্ধুরা করোনা মোকাবিলায় অসহায়দের পাশে
মোঃ কামরুজ্জামান বুধবার সন্ধ্যা ০৭:১০, ২২ এপ্রিল, ২০২০
মো. শাকিল হোসেন শওকত নাগরপুর, টাঙ্গাইল টাঙ্গাইল (প্রতিনিধি): বুধবার ২২এপ্রিল সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুক্তিযোদ্ধা ভবন থেকে পরিস্থিতির স্বীকার ১২০ টি পরিবারের পাশ দাঁড়য়েছে এসএসসি ৯৭ ব্যাচের বন্ধুরা। উপজেলার ১৯৯৭ সালে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করা শিক্ষার্থীরা দেশের সংঙ্কটময় সময়ে মানবতায় এগিয়ে এসেছে। সরকারের নির্দেশনা মেনে নিম্ন আয়ের মানুষেরা যখন ঘরে অবস্থান করছে, তখন খাদ্য সঙ্কটে কাটছে তাদের দিন। তাদের এই সঙ্কট নিরসনের উপজেলার বন্ধু ব্যাচ ৯৭ মানবতার হাত প্রসারিত করেছে এসব শিক্ষার্থীরা। পরিস্থিতির স্বীকার ১২০ টি পরিবারের হাতে চাউল, ডাউল, তেল, আলু, পেঁয়াজ, ছোলা, চিনি সমৃদ্ধ প্যাকেট গুলো তুলে দেন সকলের পক্ষে বন্ধুরা। এ বিষয়ে বন্ধু ব্যাচ ৯৭ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণের দায়িত্বে থাকারা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ও স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু এবং উপজেলা প্রশাসনের আহবানে আমাদের সহপাঠীদের সাথে কথা বলে সম্মিলিত ভাবে টাকা দিয়ে আজ ১২০ টি পরিবারের পাশে দাড়াতে পেরেছি। আমরা বিশ্বাস করি এলাকার সকলেই যদি নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসে তবে করোনা মোকাবিলা সহজ হবে।