ঢাকা (রাত ৪:০৬) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নওগাঁর রাণীনগরে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামসহ ৮ জুয়ারি আটক

নওগাঁর রাণীনগরে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামসহ ৮ জুয়ারি আটক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার দুপুর ০১:৪৮, ২৬ অক্টোবর, ২০১৯

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তাসের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলার সময় আট জুয়ারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার পশ্চিম বালুভরা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মৃত নাছিরের ছেলে মো: আনারুল (৪৫), লবিরের ছেলে জুয়েল খন্দকার (৩১), আহাদ আলীর ছেলে সোহলে (৩০), মুক্তার হোসেনের ছেলে মামুন রশিদ (৩০), মৃত মোসলেমের ছেলে পিন্টু প্রামানিক (৩৫), আক্তার আলী সরদারের ছেলে পিন্টু সরদার (২৪), মকবুলের ছেলে আশরাফুল (২৮) ও আক্কাস আলীর ছেলে মান্নান ফকির (৩৩)।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক জানান, তাসের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামসহ চালিয়ে তাদের আট জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT