ঢাকা (সকাল ৭:৫৮) বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নওগাঁ সদর হাসপাতাল থেকে শিশু চুরি : হাসপাতালে তোলপাড়

নওগাঁ জেলা ২৬৭৪ বার পঠিত
নওগাঁ সদর হাসপাতাল থেকে শিশু চুরি : হাসপাতালে তোলপাড়

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার দুপুর ০১:০৫, ৬ অক্টোবর, ২০১৯

এম এ ইউসুফ, নওগাঁ প্রতিনিধি :- নওগাঁ জেলা সদর হাসপাতাল থেকে ৫ মাসের একটি শিশু চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে সদর হাসপাতালে তোলপাড় শুরু হয়েছে। চুরি হয়ে যাওয়া শিশু মুসার বাবার নাম ইসমাইল হোসেন ও মায়ের নাম বৃষ্টি। তাদের গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর।

শিশুর অভিভাবক ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর হাসপাতালের নতুন ভবনের শিশু ওয়ার্ডে ভর্তি হয়ে শিশু সন্তান মুসাকে নিয়ে হাসপাতালে থাকেন শিশুটির মা ও দাদি। এসময় একটি অপরিচিত নারী তাদের সাথে সক্ষতা গড়ে তোলেন। এবং গতকাল বিকেল ৩টায় শিশুটির দাদি হাসপাতালের বাহিরে ওষুধ নিতে গেলে শিশুটির মা ওই অপরিচিত নারীর কাছে মুসাকে রেখে বাথরুমে যান। আর বাথরুম থেকে ফিরে এসে ওই নারী ও শিশু কাউকেই দেখতে পাননা। এসময় শিশুটির দাদি ফিরে আসলে কারও কাছে সন্তান না থাকায় কান্না ও হই চই শুরু হয়।
এতে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারলে সিসিটিভির ফুটেজ দেখে শিশু চুরির বিষয়টি নিশ্চিৎ হন।

হাপতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. মুক্তার হোসেন জানান, সিসিটিভির ফুটেজে দেখা যায় একটি বোরখা পড়া নারী শিশুটিকে হাসপাতাল থেকে নিয়ে অটো চার্জার যোগে হাসপাতাল থেকে বের হয়ে যায়। এ বিষয়টি থানায় জানানো হয়েছে শিশুটির সন্ধানে চেষ্টা অব্যাহত রয়েছে।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT